বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পোড়া দেশের পায়ে নমস্কার
পোড়া দেশের পায়ে নমস্কার
[গানটির সম্পূর্ণ বাণী সংগ্রহ করা সম্ভব হয় নি]
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪১) মাসে এএচএমভি থেকে
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।