বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোরে রাখিসনে আর ধরে
মোরে রাখিসনে আর ধরে।
পারের ঠাকুর ডাক দিয়েছে (ডাক দিয়েছে ওরে)
এই পারেরই অন্ধকারে মন যে কেমন করে॥
আয়ু-রবির অস্তপথে-
এল ঠাকুর কনক-রথে
গোধূলি-রঙ হাসিটি তার ঝরছে চোখের প'রে॥
চোখ দুটি মোর ভরে জলে
বলব ঠাকুর নাও গো কোলে,
রইতে নারি (আমি তোমায় ছেড়ে) রইতে নারি
আমার এ প্রাণ (পুজার ফুলের মত)
তোমার পায়ে পড়ুক ঝরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১) মাসে
টুইনি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- সন্ধ্যা মালতী।
- প্রথম সংস্করণ। মিত্র ও ঘোষ। শ্রাবণ ১৩৭৭ (১৯৭১)। গান সংখ্যা ৯৮
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। সপ্তম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
কার্তিক
১৪১৯, নভেম্বর ২০১২।
গান সংখ্যা ৯৮। পৃষ্ঠা: ১৭৬-১৭৭
- রেকর্ড: টুইন।
ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)।
এফটি
৩৫৫০। শিল্পী: সমর রায়