বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
: ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ মোবারক
দোস্ত ও দুশমন পর ও আপন
সবার মহল আজ হউক রওনক ॥
যে আছ দূরে যে আছ কাছে,
সবারে আজ মোর
সালাম পৌঁছে।
সবারে আজ মোর পরান যাচে
সবারে জানাই এ দিল আশক্॥
এ দিল যাহা কিছু সদাই চাহে
দিলাম জাকাত খোদার রাহে
মিলিয়া ফকির শাহান্শাহে
ঐ ঈদগাহে গাহুক ইয়াহক্।
এনেছি শিরনি প্রেম পিয়ালার
এসো হে মোমিন কর হে ইফতার
প্রেমের বাঁধনে কর গেরেফ্তার
খোদার রহম নামিবে বেশক্॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর
(অগ্রহায়ণ -পৌষ ১৩৪২) মাসে টুইন
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৬
মাস।
-
রেকর্ড:
টুইন। ডিসেম্বর ১৯৩৫। ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪২)
এফটি ৪১৭৬। শিল্পী: আব্দুল লতিফ
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড।
অষ্টম গান। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয়
গান। রেকর্ডে আব্দুল লতিফ -এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মা