বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার
তাল: কাহার্বা
তুমি লহ
প্রভু আমার সংসারেরি ভার লহ সংসারেরি ভার
আজকে অতি
ক্লান্ত আমি বইতে নারি আর
এ ভার বইতে নারি আর॥
সংসারেরি তরে খেটে
জনম আমার গেল কেটে
(ওরে) তবু অভাব ঘুচল না (আমার) হায় খাটাই হল সার॥
বিফল যখন
হলাম পেতে সবার কাছে হাত
তখন
তোমায় পড়ল মনে হে অনাথের নাথ।
অভাবকে আর করি না ভয়
তোমার ভাবে মগ্ন হৃদয়
তোমায়
ফিরিয়ে দিলাম হে মায়াময় তোমারি সংসার॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২)
মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির রেকর্ড প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর
৩ মাস।
- রেকর্ড:
টুইন [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। এ্ফটি ৪০৭৪। শিল্পী: আব্দুল লতিফ]
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট
১৯৯৬। ১৮ সংখ্যাক গান। রেকর্ডে আব্দুল লতিফ-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা