বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ
তাল:
কাহার্বা
দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ,
আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব।
জানি জানি হে উদাসীন
দুঃখ পাব অন্ত বিহীন
বঁধুর আঘাত মধুর যে নাথ সে গরবে সকল সব॥
তোমার যারা সেবিকা নাথ, আমি নাহি তাদের দলে,
সর্বনাশের আশায় আমি ভেসেছি প্রেম-পাথার জলে।
দয়া যে চায় যাচুক চরণ
আমার আশা করব বরণ
বিরহে হোক মধুর মরণ, আজীবন সুদূরে রব॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৬ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩) মাসে, টুইন
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
এই সময়
নজরুল ইসলামের
বয়স ছিল
৩৭ বৎসর
১ মাস।
-
রেকর্ড: টুইন [জুন ১৯৩৬
(জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)।
এফটি ৪৩৯৯। শিল্পী: রেণু দাস। সুর: নজরুল ইসলাম]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট
১৯৯৬। ১৯ সংখ্যাক গান। রেকর্ডে রেণু দাস-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: পা