বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
: এ তো ঘুম নয় সই নয়ন ভরা
রঙিন স্বপনে
তাল:
দ্রুত-দাদ্রা
এ তো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে
আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে
ওগো রঙিন স্বপনে॥
আমি যেন চাঁদনী রাতে
মিশিয়ে গিয়ে হাওয়ার সাথে
গোপন প্রিয়ার গোপন কথা শুনছি গোপনে॥
আমি যেন মৌমাছিদের হালকা পাখায় বসি
কোন প্রেয়সী মন টানে মোর কোন সে রূপসী।
আমি যেন কেমন করে
মেতেছি মোর রূপের তরে
অশান্ত যৌবনের একি বাহুর বাঁধনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ
১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
- রেকর্ড:
টুইন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। এফটি ২৯৯৭। শিল্পী: মিস
পদ্মরাণী]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
-
আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ২২ সংখ্যক গান।
রেকর্ডে মিস পদ্মরাণীর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৭৭-৭৯।]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: তাল দ্রুত দাদরা
- গ্রহস্বর: র্সা