বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আমি যদি আরব হ'তাম- মদিনারই পথ
তাল:
কাহার্বা
আমি যদি আরব হ'তাম- মদিনারই পথ।
এই পথে মোর চ'লে যেতেন নূর নবী হজরত॥
পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্না হয়ে গ'লে যেতাম অম্নি পরম সুখে ;
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ্-ই-তূরে,
দিবা নিশি করতাম তাঁর কদম জিয়ারত॥
মা ফাতেমা খেলতো এসে আমার ধূলি ল'য়ে
আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে
চক্ষে আমার বইতো নদী পেয়ে সে নেয়ামত॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর তারিখে
এইচএমভি রেকর্ড কোম্পানির সঙ্গে কবির চুক্তিপত্র হয়। ধারণা করা হয়,
চুক্তিপত্রে উল্লিখিত নতুন গানগুলো এই সময়ের কিছু আগে রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের ৩৭ বৎসর
৩ মাস ।
- রেকর্ড:
- ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর
(বুধবার ১৪ আশ্বিন
১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র হয়। এই
চুক্তিপত্রে গানটি ছিল।
- এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৭ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)।
এন ৯৮৫৬।
সাকিনা বেগম
(হরিমতী)।
সুরকার: কমল দাশগুপ্ত।
- পত্রিকা: বুলবুল।
পৌষ ১৩৪৩ (ডিসেম্বর ১৯৩৬-জানুয়ারি ১৯৩৭)।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: কমল দাশগুপ্ত।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য