বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম
:
আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালবেসে
আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালবেসে।
আরশ্ কুরসি লওহ কালাম, না চাহিতেই পেয়েছে সে॥
রসুল নামের রশি ধ'রে যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে॥
তর্ক ক'রে দুঃখ ছাড়া কি পেয়েছিস্ অবিশ্বাসী,
কি পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালবাসি'।
এই দুনিয়ায় দিবা-রাতি ঈদ্ হবে তোর নিত্য সাথি,
তুই যা চাস্ তাই পাবি রে ভাই আহমদ চান যদি হেসে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন
১৩৪৮) মাসে, টুইন রেকর্ড
কোম্পানি প্রথম গানটির রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর
৩ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত
সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৫৯২। পৃষ্ঠা:
১৮০
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এফটি ১৩৬৪৭। আব্বাস উদ্দীন আহমদ