বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যে পাষাণ হানি বারে বারে তুমি আঘাত করেছ

            তাল: কাহার্‌বা

যে পাষাণ হানি বারে বারে তুমি আঘাত করেছ, স্বামী,
সে পাষাণ দিয়ে তোমার পূজায় এ মিনতি রাখি আমি॥
         যে আগুন দিলে দহিতে আমারে
         হে নাথ, নিভিতে দিইনি তাহারে;
আরতি প্রদীপ হয়ে তারি বিভা বুকে জ্বলে দিবা-যামী॥
তুমি যাহা দাও প্রিয়তম মোর তাহা কি ফেলিতে পারি,
তাই নিয়ে তব অভিষেক করি নয়নে দিলে যে বারি।
         ভুলিয়াও মনে কর না যাহারে,
         হে নাথ, বেদনা দাও না তাহারে,
ভুলিতে পারো না মোরে ব্যথা দেওয়া ছলে, তাই নিচে আস নামি' ॥