বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :আমি শ্যামা বলে ডেকেছিলাম, শ্যাম হ'য়ে তুই কেন এলি
 আমি   শ্যামা বলে ডেকেছিলাম, শ্যাম হ'য়ে তুই কেন এলি।
  ওমা   লীলাময়ী কেমন করে মনের কথা শুনতে পেলি॥
তোরে   শৈল-শিরে শিবের সাথে (মা)
          পূজেছিলাম গভীর রাতে।
          হেসে কেন কিশোর হয়ে তুই বৃন্দাবনে পালিয়ে গেলি॥
   তুই   রক্তজবা ফিরিয়ে দিলি (মা) প্রেম চন্দন মুছিয়ে দিয়ে
           মুক্তি চেয়েছিলাম মা এলি আশির্বাদী মুক্‌তা নিয়ে।
           ছিনু তমোগুণে ডুবে (মা), তবু প্রিয়তম হয়ে
   তুই   খেলতে এলি তমাল বনে লয়ে
           মোর গেরুয়া রাঙা বসন কেড়ে দিলি রাধার সোনার চেলী॥