বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
আমার মনের বেদনা বুঝিলে না
আমার মনের বেদনা
বুঝিলে না, আমার মনের বেদনা॥
চাহিনি মালার ফুল
বুঝিলে না আপনার ভুল
মালা দিলে মন দিলে না॥
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা ২২০২]
- রেকর্ড: এইচএমভি। এইচএমভি, ১৯৭৭। ৭ ই.পি.ই ৩১৭১। শিল্পী: দিপালী নাগ