বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেন বাজাও বাঁশি কালোশশী মৃদু মধুর তানে
তাল: কাহার্বা
কেন বাজাও বাঁশি কালোশশী মৃদু মধুর তানে।
ঘরে রইতে নারি জ্ব’লে মরি বাজাইও না বনে
বাঁশি, আর বাজাইও না বনে॥
নিঝুম রাতে বাজে বাঁশি
পরায় গলে প্রেম-ফাঁসি,
কেহ নাহি জানে হে শ্যাম (আমি) মরি শুধু প্রাণে॥
রাখ রাখ ও-বাঁশরি
ওহে কিশোর-বংশীধারী,
মন নাহি মানে হে শ্যাম (বঁধু) বাঁশি কি
গুণ জানে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের মার্চ
(ফাল্গুন-চৈত্র ১৩৩৯) মাসে
এইচএমভি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৯ মাস।
- রেকর্ড:
এইচএমভি। মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)।
এন ৭০৮৪। শিল্পী: হরি বাঈজী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১২ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম,বৈষ্ণব)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: দ্পা