বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চঞ্চল সুন্দর নন্দকুমার গোপী চিতচোর
তাল: কাহার্বা
চঞ্চল সুন্দর নন্দকুমার।
গোপী চিতচোর প্রেম-মনোহর নওল কিশোর
অন্তর মাঝে বাজে বেণু তার নন্দকুমার
নন্দকুমার, নন্দকুমার॥
শ্রাবণ আনন্দ নূপুর ছন্দ রুনুঝুনু বাজে
নন্দের আঙিনায় নন্দন চন্দ, নাচিছে হেলে দুলে গোপাল সাজে।
টলমল টলে রাঙা পদতলে লঘু হ’য়ে বিপুল ধরণীর ভার
─
নন্দকুমার, নন্দকুমার, নন্দকুমার॥
রূপ নেহারিতে এলো লুকায়ে দেবতা
কেহ গোপগোপী হলো, কেহ তরুলতা;
আনন্দ-অশ্রু নদী হ’য়ে বয়ে যায়, উতল যমুনায়।
প্রণতা প্রকৃতি নিরালা সাজায়,
বনডালায় পূজা ফুল সম্ভার।
নন্দকুমার, নন্দকুমার, নন্দকুমার॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, টুইন
রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৭ বৎসর ১ মাস।
- রেকর্ড:
টুইন [জুলাই ১৯৩৬
(আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)]। এফটি ৪৪৭৬। শিল্পী: নিতাই ঘটক ও রেবা সোম।
- সুরকার: নজরুল
ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: নজরুল
ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা