বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বেয়ান, বলি ও বেয়ান ঠাকরুন
তাল: দাদ্রা
পুরুষ : (বেয়ান, বলি ও বেয়ান ঠাকরুন)
বেয়ান তোমার আলু চেরা চোখে আমি মরে আছি
স্ত্রী : বেয়াই আমি তাইতো তোমার গোদা পায়ে শরণ যাচি।
ও তোমার গোদা পায়ে শরণ যাচি।
পুরুষ : (বলি ও বেয়ান তোমার)
দাঁতে ছাতা গালে ছুলি গলায় পেটে কোলাকুলি
আমি দেখেই ছুটি কাছা খুলি
(আমি) দেখেই ছুটি ও আমার কাছা খুলে গো
দেখেই ছুটি হরিবোল বোলে রে
দেখেই ছুটি ও হরিবোল বোলে রে
আমি কাছা খুলে বাহু তুলে দেখেই ছুটি।
স্ত্রী : (বলি ও বেয়াই, ও কাছা তো নয়) এ যে লেজুড়েরি কাছাকাছি।
পুরুষ : (বলি ও বেয়ান ঠাকুরুন তোমার)
ফোকলা দাঁতে প্রেমের বুলি শুনেই কাঁধে নিলেম ঝুলি।
স্ত্রী : (বুঝি গৌর নামের ঝুলি, বলি ও বেয়াই উঁ)
বেয়াই নিয়ে এবার যাবে রাঁচি
যাবে রাঁচি গৌর হে ওহে গৌর (যাবে রাঁচি)
কাছা খুলে বাহু তুলে যাবে রাঁচি (তুমি)।
পুরুষ : (বলি ও বেয়ান)
ভাগলপুরি বিবির মতন নাদুস নুদুস কি সে গঠন
স্ত্রী : (বলি ও হামদো বুড়ো) তুমি মাম্দো ভূত যে চামড়া খেকো
ও আমায় করতে এলে আমড়া গাছি।
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
ধূমকেতু (নবপর্যায়)
পত্রিকার 'পৌষ ১৩৩৮ সংখ্যায়' গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৭ মাস।
- পত্রিকা:
ধূমকেতু (নবপর্যায়)। পৌষ ১৩৩৮ (ডিসেম্বর
১৯৩১-জানুয়ারি ১৯৩২)। শিরোনাম: বেয়াই বেয়ান।
- রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩৯ (মাঘ-ফাল্গুন
১৩৪৫)। এফটি ১২৭১০। শিল্পী: রাধারাণী ও গোপাল ভট্টাচার্য