বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম
আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম।
এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্তের আরাম॥
সে সংসারকে ভয় করে না নাই মৃত্যুর ডর
দুনিয়াকে শোনায় শুধু আনন্দেরি খবর
দিবানিশি পান করে সে কওসরেরি জাম
─
পান করে কওসরেরি জাম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় নি। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬) টুইন কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল।
এই সময়
নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৬ মাস
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২)। ৯১৯ সংখ্যক গান।
- রেকর্ড: টুইন [ডিসেম্বর ১৯৩৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)। টুইন: এফটি ১৩১০৭। আব্বাসউদ্দিন আহমদ
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী। [নজরুল সঙ্গীত স্বরলিপি
চুয়াল্লিশততম খণ্ড। স্বরলিপি নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত। আষাঢ় ১৪২৪/জুন ২০১৮] পৃষ্ঠা: ৯৯-১০০। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [ইসলামি গান। হামদ]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: না