আও আও স্যজনী ম্যঙ্গল গাও শঙ্খ বাজাও স্যফ্যল মানো র্যজনী॥ অ্যম্যর লোক্ সে কুসুম গিরাও তীন লোক মে
হ্যর্যষ মানাও হঁস্যতী আজ ধরণী॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)
মাসে, এইচএমভি থেকে নজরুলের রচিত জন্মাষ্টমী নামক হিন্দি নাটিকা প্রকাশিত হয়েছিল।
এই গানটি এই নাটকে ছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।