বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চরশ মেশা চণ্ডুর নেশা মুণ্ডু ঝিমঝিম
তাল: কাহার্বা
চরশ মেশা চণ্ডুর নেশা মুণ্ডু ঝিমঝিম
(কাঠসিম ঘোড়া নিম, আকুতাকু হিমশিম)
বাগ বাজারে লাখো হাজার পঙ্খিরাজ অশ্বের ডিম॥
নওয়াবী নেশা রওয়াবী নেশা প্রাণ হয় তরতাজা, হায় হায়
মদের নেশা গাঁজার নেশা এর কাছে একদম পাঁজা
খুলে হৃদয় খিড়কী বাদশার লেড়কী
পাঁইজোর যেন বাজায় রিম্ঝিম্॥
নলে যেম্নি দম্ দি অম্নি নল-দময়ন্তী
লটাপটি করে বুকে হয়ে চরণ পঙ্খি, ও গুরু
(ঐ লেগেছে লটাতে পটিতে)
শেয়ালের লেজুড় যেমন ঠেসে কামড়ে ধরে কাঁকড়ায়
(এই ধরেছে কামড়ে লেজুড় কাঁকড়ায়)
চণ্ডুর নেশা তেমনি একদিন খেয়ো গিয়ে আখড়ায়
প্রেমে মজে ডাইভোর্স ক’রে (তালাক দিয়ে)
(দাদা) আমি ছেড়েছি কোকেন আফিম॥
আফিম টাফিম সব ছেড়ে দিয়েছি
সত্যি বলি এখন ভাল ছেলে হয়ে গিয়েছি
জানেন মাল ধরেছি মাল, ভাল করিনি, এ্যাঁ ভাল করিনি!!
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের ডিসেম্বর
(অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)
মাসে, মেগাফোন
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
-
নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি
নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।
গান ৯৬৫। পৃষ্ঠা
২৯৬]
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)]। জেএনজি ৫৫২৫। শিল্পী:
সারদা গুপ্ত।