বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পতিত উধারণ জয় নারায়ণ
নাটিকা: ‘জন্মাষ্টমী’
পতিত উধারণ জয় নারায়ণ
কমলাপতে জয় ভ্যত্ত্ব-ভ্যয়-হ্যর্যণ
জয় জ্যগদীশ হ্যরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট
(শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) মাসে, এইচএমভি থেকে নজরুলের রচিত জন্মাষ্টমী নামক হিন্দি নাটিকা প্রকাশিত হয়েছিল।
এই গানটি এই নাটকে ছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮
(শ্রাবণ-ভাদ্র
১৩৪৫)। এন ১২৪৩৫। দেবদেবগণের স্তুতি]