বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বছর ফিরল ফিরল না বউ ভাইয়ের বাড়ির থনে
তাল: কাহার্বা
বছর ফিরল ফিরল না বউ ভাইয়ের বাড়ির থনে
হালার হুমুন্দিরা দ্যায় না ছাইর্যা হাইরে আসছি রণে
তাগর সনে মুই হাইরে আসছি রণে॥
বহিন ঘরে রাইখ্যা কি ভাই (কন্ দেহি কর্তা)
আপনি হালায় হইবো বোনাই, দুষ্খু আমার কারে হোনাই
হায়রে যামু কনে॥
মুই পাগল হইলাম ছাগল হইলাম বউ বউ কইরা ডাইক্যা
(বউ, মুই তোমার লাইগ্যা পাগল ঐয়া আবোল তাবোল পেচাল পাড়ছি,
মুই ছাগল ঐছি, এ্যাঁও... এ্যাঁও...)।
বউয়ের লাইগ্যা ভেউর হইছি গোপ দাড়ি চুল রাইখ্যা।
ঘরের মাচার লাউ ছিল সে (বোঝ্ঝেন্নি কর্তা)
উপরি পাওনা ফাউ ছিল সে, মায়ের চোখের ঘুম ছিল সে
তার সোয়ামিরে বিধবা কইর্যা গেল ভাইয়ের সনে॥
সে ছিল মোর কোলের মেউর ছিল বাস্তু পেঁচা
(একদিন) রাগের মাথায় কইর্যা ছিলাম তারে আদা ছ্যাঁচা। উঁহ্
দশ হালায় মোর দশটা খুইন্যা (ওরে বাবা)
ছুইট্যা আইল তাইনা হুইন্যা
মোরে দিল যেন তুলা ধুইন্যা ফেইলে কচু বনে।
(দেহেন কর্তারা মোর পিঠের ঘা অ্যাহনও শুহোয়নি
এবার ম'লে বউয়ের ভাই হমু মুই ভাইব্যা রাখছি মনে॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি
গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
৯৭১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৯৮।
-
রেকর্ড:
টুইন [ফেব্রুয়ারি ১৯৩৭ খ্রিষ্টাব্দ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)। এফটি ৪৭৭৬। শিল্পী
চিন্তাহরণ মুখোপাধ্যায়]