বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আশা-নিরাশায় দিন কেটে যায় হে প্রিয় কবে আসিবে?
আশা-নিরাশায় দিন কেটে যায় হে প্রিয় কবে আসিবে?
প্রতি নিশ্বাসে নয়ন প্রদীপ মোর আসিছে নিভে॥
ফুল ঝরে যায় হায়, পুন ফুল ফোটে
কৃষ্ণা তিথির শেষে চাঁদ হেসে ওঠে
আমারি নিশীথের অসীম আঁধার ওগো চাঁদ কবে নাসিবে॥
শীত যায় মনোবনে ফাল্গুন আসে গো আসিল না আমারই ফাল্গুন
চাঁদের কিরণে পৃথিবী শীতল হায় মোর বুকে জ্বালে সে আগুন।
নিশীথে বকুল শাখে
পিয়া পিয়া পাপিয়া ডাকে
আমারই প্রিয়তম ‘জাগো পিয়া’ বলে কবে ডাকিবে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪৬
খ্রিষ্টাব্দের মে (বৈশাখ -জ্যৈষ্ঠ ১৩৫৪)
মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজুরুলের
বয়স ছিল ৪৬ বৎসর ১১ মাস।
- রেকর্ড:
- টুইন [মে ১৯৪৬ (বৈশাখ -জ্যৈষ্ঠ ১৩৫৪)
এফটি ১৩৯৯২। শিল্পী: গৌরী চট্টোপাধ্যায়। চিত্ত রায়।