বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সুনয়না চোখে কথা ক’য়ে যায়
তাল: আদ্ধা
সুনয়না চোখে কথা ক’য়ে যায়
বনের রানী, দুটি ফুলে শুনি
নয়ন ফাঁকে প্রাণ লুকিয়ে চায়॥
দেহ দেউলে, দুটি দীপ দুলে
হেরি সারা অন্তর তায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের
২৩ সেপ্টেম্বর (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯), নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি
হয়। এই চুক্তিতে এই
গানটির উল্লেখ ছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ৪
মাস।
- রেকর্ড:
- নজরুলের সাথে
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি।
২৩ সেপ্টেম্বর ১৯৩২
(শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯)।
- এইচএমভি [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)। নম্বর: এন ৭১৭৫। শিল্পী:
মিস্ মান্দা]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৯৯৯। তাল: আদ্ধা। পৃষ্ঠা: ৩০৫]