গীত রত্ন

    

                  ১১
          ভৈরব জলদ তেতালা
নয়ন অন্তরে অন্তরে তোরে নিরখি মন নয়নে।
  চাক্ষুষে যতেক সুখ,তত হয় কি মননে