গীত রত্ন

                    ১৩
      ভৈরব জলদ তেতালা
দিবা অবসান হয়,কখন পাব তারে?
নিশিতে পাইলে দেখ,নহেত সুখেরে,
নীর মধ্যে বাস মোর,আঁখি ভাসে নীরে।
তারে না হেরে অনল,জ্বলিছে অন্তরে