॥ গীত রত্ন ॥
১৪ ভৈরব ॥ জলদ তেতালা ॥ নয়ন কাতর কেন,তাহারে না দেখিলে। চতুর্ভুজ হই বু্ঝি সে মুখ হেরিলে॥ নয়ন আপন মতে মনেরে আনিলে। বিনা দরশনে দুঃখ যায় কি করিলে॥১॥ কেমন নয়ন মোর,না ভুলে ভুলালে কহে আর সুখ কিবা,সে নিধি নহিলে॥২॥