কথা: রামনিধি গুপ্ত গান: ১৬
ভৈরব ॥ জলদ তেতালা ॥ আমি কি কখন তোমা বিনা সুখীযেরূপ করয়ে প্রাণ,যতক্ষণ নাহি দেখি॥১॥
সূত্র:
গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।