প্রমীলা নজরুলের রচনা সংগ্রহ
করুণা
সেই ভালো তুমি যাও ফিরে যাও
মোর সুখ নিশি হয়েছে ভোর
সেধে সেধে কেঁদে থাকি পায়ে বেঁধে
ভেসেছে সে ভুল, ছিঁড়িনি ডোর॥
জনমের মতো ভুলে যাও মোরে
সহিবে নীরবে যাও দূরে সরে
করুণা করিয়া দাঁড়ায়োনা দোরে
পাষাণ এ হিয়া বাঁধিব গো॥
চিরদিন আমি থাকিব তোমার
কাঁদিবে বেহাগ কণ্ঠে আমার
আপনি একলা কত স্মৃতি হার
গাঁথিব ছিড়িব কাঁদিব গো॥
প্রাণ নাহি চায় দায়ে ঠেকে আসা
একটু আদর কিছু ভালোবাসা
চাইনাকো আমি ঘুমের কুয়াশা
থাকুক জড়ায়ে নয়নে মোর॥
দোষ করে থাকি ক্ষম মোরে ক্ষম
সুখী হও তুমি প্রার্থনা মম
চাইনাকো সুখ, ভিখারীর সম
সেই ভালো তুমি হও কঠোর॥
কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দ্বিমাসিক সাম্যবাদী পত্রিকার আষাঢ় ১৩৩২ (জুন-জুলাই ১৯২৫) সংখ্যায়।
[সূত্র: অন্তরঙ্গ আলোকে নজরুল ও প্রমীলা। আসাদুল হক। শোভা প্রকাশ, ঢাকা। ২১ বইমেলা, ২০০৯। পৃষ্ঠা: ৩১-৩২]