প্রমীলা নজরুলের রচনা সংগ্রহ

                শঙ্কিতা
কেন আজি প্রাণ মম বেদনার বিহ্বল
কেন আজি অকারণে চোখে আসে জল॥

সন্ধ্যার সমীরণ হু হু করে বয়ে যায়
বয়ে যায় মোর মন করে কেন হায় হায়।
কেন বেদনায় মম বুক আজি কম্পিত
কে জানে গো হিমা মাঝে কত ব্যথা সঞ্চিত॥

বেলা শেষে নীলিমায় চেয়ে আছে অনিমিখ্
কে ছাড়ালো বিদায়ের সিন্দুর চারিদক।

কিছুই বুঝিনা হায় কেন প্রাণ ভারাতুর
কে দিলো হৃদয়ের বেঁধে মল্লার-রাগসুর।
মনে হয়, এ নিখিলে কেহ নাই, নাই মোর
তুমি বলো কি সন্ধ্যা, কেহ নাই নাই তোর॥
           

বিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দ্বিমাসিক সাম্যবাদী পত্রিকার বৈশাখ ১৩৩২ (এপ্রিল-মে ১৯২৫) সংখ্যায় এই কবিতাটি দ্বিতীয় বার প্রকাশিত হয়েছিল সওগাতের মহিলা সংখ্যায়। পরে কাঞ্জিললাল সম্পাদিত একটি সাপ্তাহিকে কবিতাটি প্রকাশিত হয়েছিল।

[সূত্র: অন্তরঙ্গ আলোকে নজরুল ও প্রমীলা। আসাদুল হক। শোভা প্রকাশ, ঢাকা। ২১ বইমেলা, ২০০৯। পৃষ্ঠা: ৩১]