বিষয়: প্রণব রায়ের গান
গান সংখ্যা: ৫
(নাচে) আনন্দে সুন্দর নন্দদুলাল।
নন্দদুলাল নাচে কৃষ্ণগোপাল॥
হেরি' সে-রূপমাধুরী ফুল ফোটে,
যেন চাঁদ নেমে এল লীলা-গোঠে
শ্রীদাম, সুদাম আর সুবল-সখা
নাচে সাথে যত ব্রজ-রাখাল॥
নাচে যশোদা-জননীর
প্রাণ-পুতলি
ওঠে সকল মায়ের প্রাণে স্নেহ উথলি',
যুগল নূপুর বাজে পায়ে
রুমুঝুম্
রুমুঝুম্ মধুর তাল॥
শ্রীহরি নাচে সুখে আপন মনে
প্রেম-ব্রজে শ্রীবৃন্দবনে,
যোগী মহেশ হেরে ধ্যানযোগে
সেই
লীলা-মাধুরী অনন্ত কাল॥
- প্রকাশ:
- রেকর্ড বুলেটিন। সেপ্টেম্বর ১৯৩৮। দ্বৈত
ভজন। শিল্পী: সুধীরা ও ইন্দিরা সেনগুপ্তা। পৃষ্ঠা:
২০-২১
[রেকর্ড বুলেটিন]
- রেকর্ড: এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৯১।
সুর: কমল দাশগুপ্ত। শিল্পী: সুধীরা ও ইন্দিরা সেনগুপ্তা।