বিষয়: প্রণব রায়ের গান
গান সংখ্যা: ৪
ওগো তেপান্তরের রাজকুমার, আবার
এসো ফিরে
ফিরে এস আমার ঘরে মধুমতীর তীরে॥
নিশি-পবন তোমায়
ডাকে
সাতটি তারা চেয়ে থাকে,
ফুল-পরীদের নয়ন ভাসে
অশ্রু-শিশির নীরে॥
রাজার কুমার, ফিরে এস আমার একা ঘরে,
সাথীহারা চম্পাবতীর মন যে কেমন করে।
রূপ-কাহিনীর বন্ধু আমার
রূপ ধ'রে কি আসবে না আর
স্বপ্নে এসে স্বপ্নে আবার
পালিয়ে যাবে ধীরে?
- প্রকাশ:
- রেকর্ড বুলেটিন। সেপ্টেম্বর ১৯৩৮। তেপান্তরের
রাজকুমার (গীতিচিত্র)। রাজকুমারী চম্পাবতীর গান। শিল্পী: কুমারী রেবা সোম। পৃষ্ঠা: ১১-১২
- রেকর্ড: এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৮৬। সুর:
কমল দাশগুপ্ত। শিল্পী রেবা সোম।