বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০০। কালী-কীর্তন
মন জান না কী ঘটবে ল্যাঠা ।
যখন উর্ধ্ব বায়ু রুদ্ধ করে,
পথে তোমার দিবে কাঁটা ॥
আমি দিন থাকিতে উপায় বলি,
দিনের সুদিন যেটা ।
ওরে শ্যামা মায়ের শ্রীচরণে,
মনে মনে হও রে আঁটা ॥
পিঞ্জরে পুষেছ পাখি, আটক করবে কেটা ।
ওরে জান না যে তার ভিতরে,
দুয়ার রয়েছে নটা ॥
পেয়েছ কুসঙ্গী সঙ্গী, ধিঙ্গি ধিঙ্গি ছটা ।
তারা যা বলিছে, তাই করিছ,
এমনই বুকের পাটা ॥
প্রসাদ বলে মন জান তো, মনে মনে যেটা ।
আমি চাতরে কি ভেঙে হাঁড়ি, বুঝাইবো সেটা ॥
সূত্র: