বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০১। 
কালী-কীর্তন
জংলা - একতালা

মি ওই খেদে খেদ করি ।
ওই যে তুমি মা থাকিতে আমার,
জাগা ঘরে হয় চুরি

নে করি তোমার নাম করি,
আবার সময়ে পাশরি ।
আমি বুঝেছি পেয়েছি আশয়,
জেনেছি তোমার চাতুরি

িছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না,
সে দোষ কি আমারই ।
যদি দিতে পেতে, নিতে খেতে,
দিতাম খাওয়াইতাম তোমারই

শ-অপযশ সুরস-কুরস সকল রস তোমারই ।
ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রাসেশ্বরী

্রসাদ বলে মন দিয়াছ, মনেরই আঁখঠারি ।
ও মা তোমার সৃষ্টি দৃষ্টিপোড়া
মিষ্টি বলে ঘুরে মরি

 


সূত্র: