বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০৪। 
কালী-কীর্তন
 

মায় কী ধন দিবি তোর কী ধন আছে ।
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম,
বাঁধা আছে হরের কাছে

চরণ উদ্ধারের মা,
আর কি কোনো উপায় আছে

খন প্রাণপণে খালাস করো,
টাটে বা ডুবায় পাছে ।
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কী তার আছে
ওই যে প্রাণ দিয়ে শব হয়ে, শিব বাঁধা রাখিয়াছে

াপের ধনে বেটার স্বত্ব,
কাহার বা কোথা ঘুচেছে ।
রামপ্রসাদ বলে, কুপুত্র বলে,
আমায় নিরংশী করেছে

 


সূত্র: