বিষয়: রামপ্রসাদের গান
গান: ১০৬। 
কালী-কীর্তন
জংলা - একতালা

মার অন্তরে আনন্দময়ী ।
সদা করিতেছেন কেলি

মি যেভাবে সেভাবে থাকি,
নামটি কভু নাহি ভুলি ।
আবার দু-আঁখি মুদিলে দেখি,
অন্তরেতে মুণ্ডমালী

িষয়বুদ্ধি হইল হত,
আমায় পাগল বোল বলে সকলই ।
আমায় যা বলে তা বলুক তারা,
অন্তে যেন পাই পাগলি

্রীরামপ্রসাদ বলে, মা বিরাজে শতদলে,
আমি শরণ নিলাম চরণতলে,
অন্তে না ফেলিয়ো ঠেলি

 


সূত্র: