বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১১। 
কালী-কীর্তন
জয়জয়ন্তী - যৎ

সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী ।
আনন্দে আনন্দময়ীর, খাস তালুকে বসত করি

াইকো জরিপ জমাবন্দি,
তালুক হয় না লাটে বন্দী মা ।
আমি ভেবে কিছু পাইনে সন্ধি,
শিব হয়েছেন কর্মচারী ।
নাইকো কিছু অন্য ল্যাঠা,
দিতে হয়না মাথট বাটা মা,
জয়দুর্গার নামে জমা আঁটা,
ওইটা করি মালগুজারি ।
বলে দ্বিজ রামপ্রসাদ, আছে এ মনের সাধ মা,
আমি ভক্তির জোরে কিনতে পারি
ব্রহ্মময়ীর জমিদারি

 


সূত্র: