বিষয়: রামপ্রসাদের গান
গান: ১১৯। কালী-কীর্তন
মা বিরাজে ঘরে ঘরে ।
এ কথা ভাঙিব কি হাঁড়ি চাতরে ॥
ভৈরবী ভৈরব সঙ্গে, শিশু সঙ্গে কুমারী রে ।
যেমন অনুজ লক্ষণ সঙ্গে
জানকী তার সমিভ্যারে ॥
জননি, তনয়া, জায়া, সহোদরা, কী অপরে,
রামপ্রসাদ বলে, বলব কী আর,
বুঝে লও গে ঠারেঠোরে ॥
সূত্র: