বিষয়: রামপ্রসাদের গান
গান: ১২৫। কালী-কীর্তন
ওমা তোর মায়া কে বুঝতে পারে ।
তুমি খ্যাপা মেয়ে, মায়া দিয়ে,
রেখেছ সব পাগল করে ।
মায়াভরে, এ সংসারে, কেহ কারে চিনতে নারে
ওই যে এমনি কালীর কাপ আছে যে,
যেমনি দেখে তেমনি করে ॥
পাগল মেয়ের কী মন্ত্রণা,
কে তার ঠিক ঠিকানা করে ।
রামপ্রসাদ বলে, যায় গো জ্বালা,
যদি অনুগ্রহ করে ॥
সূত্র: