বিষয়: রামপ্রসাদের গান
গান: ১২৭। 
কালী-কীর্তন
ঝিঁঝিট - একতালা

িবানিশি ভাবো রে মন, অন্তরে করালবদনা ।
নীল কাদম্বিনী রূপ মায়ের, এলোকেশী দিগ্বসনা

ূলাধারে সহস্রারে বিহরে সে মন জান না ।
সদা পদ্মবনে ; হংসীরূপে, আনন্দরসে মগনা

নন্দে আনন্দময়ী, হৃদয়ে করো স্থাপনা
্ঞানাগ্নি জ্বালিয়া কেন, ব্রহ্মময়ী রূপ দেখো না
্রসাদ বলে ভক্তের আশা,
পুরাইতে অধিক বাসনা ।
সাকারে সাযুজ্য হবে, নির্বাণে কী গুণ বলো না

 


সূত্র: