বিষয়: রামপ্রসাদের গান
গান: ১২৯। কালী-কীর্তন
জংলা - একতালাসে কি এমনি মেয়ের মেয়ে ।
যার নাম জপিয়া মহেশ বাঁচেন হলাহল খেয়ে ॥
সৃষ্টিস্থিতি প্রলয় করে, কটাক্ষে হেরিয়ে,
সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে, উদরে পুরিয়ে ॥
যে চরণে শরণ লয়ে, দেবতা বাঁচে দায়ে,
দেবের দেব মহাদেব, যাঁহার চরণে লুটায়ে ।
প্রসাদ বলে, রণে চলে, রণময়ী হয়ে ।
শুম্ভ নিশুম্ভকে বধে, হুঙ্কার ছাড়িয়ে ॥
সূত্র: