বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩০। 
কালী-কীর্তন
 

ন হারালি কাজের গোড়া ।
তুমি দিবানিশি ভাবছ বসি,
কোথায় পাবো টাকার তোড়া

াকি কেবল ফাঁকি মাত্র,
শ্যামা মা মোর হেমের ঘড়া ।
তুই কাচমূলে কাঞ্চন বিকালি,
ছি ছি মন তোর কপাল পোড়া

র্মসূত্রে যা আছে মন,
কেবা পাবে তার বাড়া ।
মিছে এ দেশ সে দেশ করে বেড়াও,
বিধির লিপি কপাল জোড়া

াল করিছে হৃদয়ে বাস,
বাড়ছে যেন শালের কোঁড়া ।
ওরে সেই কালের করো বিনাশ,
ন্যাস ধরো রে মন্ত্র সোঁঢ়া

্রসাদ বলে ভাবছ কী মন,
পাঁচ সওয়ারের তুমি ঘোড়া ।
সেই পাঁচের আছে পাঁচাপাঁচি,
তোমায় করবে তোলাপাড়া

 


সূত্র: