বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩৬। 
কালী-কীর্তন
মুলতান - একতালা

ননি পদপঙ্কজং দেহি শরণাগত জনে,
কৃপাবলোকনে তারিণী ।
তপনতনয়-ভয়চর-বারিণী ।
প্রণবরূপিণী সারা, কৃপানাথ-দারা তারা,
ভবপারাবার-তরনি ।
সগুণা নির্গুণা স্থুলা, সূক্ষ্মা মূলা, হীন-মূলা,
মূলাধার অমলকমলবাসিনী

গম নিগমাতীতা, খিল মাতা, খিল পিতা,
পুরুষ-প্রকৃতিরূপিণী ।
হংসরূপে সর্বভূতে, বিহরসি শৈলসুতে,
উৎপত্তি প্রলয়-স্থিতি, ত্রিধাকারিণী
সুধাময় দুর্গানাম, কেবল কৈবল্যধাম,
অজ্ঞানে জড়িত যেই প্রাণী ।
তাপত্রয়ে সদা ভজে, হলাহল কূপে মজে,
ভনে রামপ্রসাদ, তার বিষফল জানি

 


সূত্র: