বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩৭। 
কালী-কীর্তন
মুলতানিধানেশ্রী - একতালা

রুণাময়ি কে বলে তোরে দয়াময়ী,
কারো দুগ্ধেতে বাতাসা (গো তারা),
আমার এমনি দশা, শাকে অন্ন মেলে কই ।
কারে দিলে ধনজন মা, হস্তী অশ্ব রথচয়,
ওগো, তারা কি তোর বাপের ঠাকুর,
আমি কি তোর কেহ নই

েহ থাকে অট্টালিকায়,
মনে করি তেমনি হই ।
মা গো, আমি কি তোর পাকা খেতে
দিয়াছিলাম মই

্বিজ রামপ্রসাদ বলে,
আমার কপাল বুঝি অমনি অই ।
ওমা, আমার দশা দেখে বুঝি,
শ্যামা হলে পাষাণময়ী

 


সূত্র: