বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৩৮। কালী-কীর্তন
হয়েছি মা জোর ফরিয়াদি ।
এবার বুঝে বিচার করো শ্যামা ॥
ওই যে মন করিছে জামিনদারি
নেচে উঠে ছটা বাদী ॥
অবিদ্যা বিমাতার ব্যাটা, তারা ছ'টা কাম আদি ।
যদি তুমি আমি এক হই তো,
পুর হতে দূর করে দি ॥
বিমাতা মরেন শোকে, ছয়টায় যদি আমল না দি
সুখে নিত্যানন্দ-পুরে থাকি,
পার হয়ে যাই ভবনদী ॥
হুজুরে তজবিজ করো মা, হাজির ফরিয়াদি দাদি ।
এই স্বোপার্জিত ভজনের ধন,
সাধারণ নয় যে তা দি ॥
মাতা আদ্যা, মহা বিদ্যা, অদ্বিতীয় বাপ অনাদি ।
ওমা, তোমার পুতে, সতীনসুতে,
জোর করে কার কাছে কাঁদি ॥
প্রসাদ ভনে ভরসা মনে,
বাপ তো নহেন মিথ্যাবাদী ।
ঠেকি বারে বারে খুব চেতেছি,
আর কি এবার ফাঁদে পা দি ॥
সূত্র: