বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪১। 
কালী-কীর্তন
 

ে রে বামা কার কামিনী ।
বসে কমলে ওই একাকিনী

ামা হাসছে বদনে, নয়ন-কোণে
নির্গত হয় সৌদামিনী ।
এ জনমে এমন কন্যে, না দেখি না কর্ণে শুনি ।
গজ খাচ্ছে ধরে, ফিরে উগরে, ষোড়শী নবযৌবনী

 


সূত্র: