বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪৫। 
কালী-কীর্তন
 

নরে তোর চরণ ধরি ।
কালী বলে ডাকোরে, ওরে ও মন,
তিনি ভবপারের তরি ।
কালী নামটা বড়ো মিঠা, বলোরে দিবা শর্বরী ।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি
দ্বিজ রামপ্রসাদ বলে, কালী বলে যাব তরি ।
তিনি তনয় বলে দয়া করে,
তরাবেন এ ভববারি

 


সূত্র: