বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪৬। কালী-কীর্তন
মায়ের চরণতলে স্থান লব ।
আমি অসময়ে কোথা যাবো ॥
ঘরে জায়গা নাহয় যদি, বাহিরে রব ক্ষতি কীগো ।
মায়ের নাম ভরসা করে, উপবাসী হয়ে পড়ে রব ॥
প্রসাদ বলে উমা আমায়,
বিদায় দিলেও নাইকো যাব ।
আমার দুই বাহু প্রসারিয়ে,
চরণতলে পড়ে প্রাণ ত্যজিব ॥
সূত্র: