বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৪৯। 
কালী-কীর্তন
 

মন তুমি কী রঙ্গে আছো ।
ও মন, রঙ্গে আছ, রঙ্গে আছ
তোমার ক্ষণে ক্ষণে ফেরা ঘোরা,
দুঃখে রোদন সুখে নাচ ।
রঙের বেলা রাঙয়ে কড়ি,
সোনার দরে তা কিনেছ ।
ও মন দুঃখের বেলা রতন মানিক,
মাটির দরে তাই বেচেছ
সুখের ঘরে রূপের বাসা,
সেইরূপে মন মজায়েছ ।
যখন সেরূপে বিরূপ হইবে,
সেরূপের কীরূপ ভেবেছ


সূত্র: