বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫২। 
কালী-কীর্তন
পিলুবাহার - যৎ

বলো ইহার ভাব কী, নয়নে ঝরে জল
(গ্রহণে কালীর নাম) ।
তুমি বহুদর্শী মহাপ্রাজ্ঞ, স্থির করে বলো
একটা করি অভিপ্রায়, ডুবা কাষ্ঠ বটে কায় !
কালী-নামাগ্নি রসনায় জ্বলে, সেই জল ঢলঢল
কাল ভাবি চক্ষু মুদি, নিদ্রা আবির্ভাব যদি,
শিবশিরে গঙ্গা তারই, প্রবাহ নির্মল
আজ্ঞা করেছেন গুরু, বেণী তীর্থ বটে ভুরু,
গঙ্গা-যমুনার ধারার নিতান্ত এই ফল ।
প্রসাদ বলে মন ভাই, এই আমি ভিক্ষা চাই,
বেণী-তটে আপন নিকটে দিয়ো স্থল


সূত্র: