বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫৩। 
কালী-কীর্তন
 

অপরা জন্মহরা জননি ।
অপারে ভবসংসারে এক তরণি
অজ্ঞানেতে অন্ধ জীব, ভেদ ভাবে শিবা শিব ;
উভয়ে অভেদ পরমাত্মা-স্বরূপিণী
মায়াতীত নিজে মায়া, উপাসনা হেতু কায়া,
দীনদয়াময়ী বাঞ্ছাধিক ফলদায়িনী
আনন্দকাননে ধাম, ফল কী তারিণী নাম ।
যদি জপে দেহ অন্তে, শিব বলে মানি
কহিছে প্রসাদ দীন, বিষয় সুক্রিয়া হীন,
নিজ গুনে তিন লোক তারয় তারিণী


সূত্র: