বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫৪। কালী-কীর্তন
ডাকোরে মন কালী বলে ।
আমি এই স্তুতি মিনতি করি,
ভুলো না মন সময়কালে ॥
এ সব ঐশ্বর্য ত্যজো, ব্রহ্মময়ী কালী ভজো,
ওরে ও পদপঙ্কজে মজো, চতুর্বর্গ পাবে হেলে ।
বসতি কর যে ঘরেতে, পাহারা দিচ্ছে যমদূতে,
ওরে পারবে না ছাড়াইয়ে যাইতে,
কাল-ফাঁসি লাগবে গলে ॥
দ্বিজ রামপ্রসাদ বলে, কালের বশে কাজ হারালে,
ওরে এখন যদি না ভজিলে,
আমসি খাবে আম ফুরালে ॥
সূত্র: