বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৫৭। 
কালী-কীর্তন
জংলা - খয়রা

কালী হলি মা রাসবিহারী ।
(নটবর বেশে বৃন্দাবনে)
পৃথক প্রণব, নানা লীলা তব,
কে বুঝে এ কথা বিষম ভারী
নিজতনু আধা, গুণবতী রাধা,
আপনি পুরুষ আপনি নারী ।
ছিল বিবসন কটি, এবে পীত ধটি,
এলো চুল চূড়া বংশীধারী
আগেতে কুটিল নয়ন অপাঙ্গে,
মোহিত করেছ ত্রিপুরারি ।
এবে নিজ কালো, তনুরেখা ভাল,
ভুলালে নাগরী নয়ন ঠারি
ছিল ঘন ঘন হাস, ত্রিভুবন-ত্রাস,
এবে মৃদু হাস, ভুলে ব্রজকুমারী ।
পূর্বে শোণিত-সাগরে, নেচেছিলে শ্যামা,
এবে প্রিয় তব যমুনাবারি
প্রসাদ হাসিছে, সরসে ভাসিছে,
বুঝেছে জননি মনে বিচারি ।
মহাকাল কানু, শ্যামশ্যামা তনু
একই সকল বুঝিতে নারি


সূত্র: